বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর মনোহরদী ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শিল্পমন্ত্রী।

নরসিংদীর মনোহরদী ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শিল্পমন্ত্রী।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্ন আয়ের ৭শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ শুক্রবার সকালে মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক এসব পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল,সোয়াবিন তৈল, সেমাই, চিনি, মসুর ডাল, সাবান, শ্যাম্পু, টুথপেষ্ট প্রভৃতি।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সঞ্জয় রায়, মনোহরদী কলেজের সাবেক ভিপি গোলাম সাকলাইন জাহাঙ্গীর স্বপন প্রমুখ।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments