বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো করতোয়া সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত সভা ।

বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো করতোয়া সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত সভা ।

সাজেদুল ইসলাম রাসেল , বগুড়া প্রতিনিধি।

গত ০৪/০৪/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় ‘সর্বজনীন পেনশন স্কিম’ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন সম্মানিত সিভিল সার্জন বগুড়া ডা. মোহাম্মদ শফিউল আজম, পুলিশ সুপার, বগুড়ার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মেজবাউল করিম, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, শাজাহানপুর প্রভাষক মোঃ সোহরাব হোসেন ছান্নুসহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের সাথে জড়িত জেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও অংশীজন, ব্যাংক প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় সর্বজনীন পেনশন স্কীম এর বিভিন্ন তথ্য উপস্থাপন করে সকলকে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নে দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত সভা সমাপ্ত হওয়ার পর দুপুর ১২:০০ ঘটিকায় ‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩১ যথাযথ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে করণীয় সম্বন্ধে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments