বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলামধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে - মন্দাকিনীস্নান, মেলা এবং আলোচনা সভা।

মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে – মন্দাকিনীস্নান, মেলা এবং আলোচনা সভা।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার ০১নং ফরহাদাবাদ ইউনিয়নে মন্দাকিনী,র শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে-প্রতি বছরের মতো মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে – মন্দাকিনীতে পূর্ণ্যথ তীর্থস্নান, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এই মন্দাকিনী মেলা অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান হতে সনাতনী হিন্দুধর্মালম্বী ভক্তদের আগমনে ও হাজার হাজার নারী পুরুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মেলার প্রাঙ্গণ।মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের আয়োজনে- মন্দাকিনী স্নান, শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ,শ্রী শ্রী শিব ও গঙ্গাপূজা,কবিগান ও সংঙ্গীতাঞ্জলী,ঐতিহ্যবাহী লোকজমেলা, দাতা ও জীবন সদস্য সম্মাননা প্রদান সহ স্বাগতম হে মহান অতিথিদের মহাপ্রসাদ আস্বাদন।

আজ ৬এপ্রিল২০২৪ইং১৪৩০বাংলা ২৩ চৈত্র শনিবার সনাতনী হিন্দু ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ দিন। চৈত্র মাসে এই দিনে সনাতনী ধর্মালম্বীদের পাপমোচন করা,পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পূর্ণ তিথিতে গঙ্গাস্নান,পিতা/মাতার শ্রাদ্ধসহ শ্রী শ্রী শিবের আরাধনা করে থাকে।তাই বারুনী ও মধুকৃষ্ণা ত্রয়োদশীতে সকলের মঙ্গলনার্থের জন্য মহাতীর্থের স্থান গুলোতে সনাতনী ভক্ত বৃন্দ উপস্থিত কামনা করেন।মহাতীর্থ বারুনী ও মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে- মন্দাকিনী স্নান, মেলা এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রী লায়ন অশোক কুমার নাথ।স্বাগত বক্তব্য রাখেন -মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী পাঁচ কড়ি

শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,র মাননীয় বিরোধী দলীয় উপনেতা জাতীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার আনিসুল মাহমুদ (এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন মিন্টু।মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম উত্তর জেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ জনাব ইউনূস গনি চৌধুরী।

উদ্বোধক ছিলেন মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী গোবিন্দ প্রসাধ মহাজন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রী মাইকেল দে।আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ০১নং ফরহাদাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রীস মিয়া তালুকদার।আরো উপস্থিত ছিলেন পূর্ণার্থী ও মাল্টিমিডিয়ার প্রতিনিধি বৃন্দ প্রমূখ।

***রামগড়ে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূর্ণার্থীদের গঙ্গা স্নান

এদিকে প্রতিবছরের মতো রামগড় উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বারুনী স্নান।

এক প্রান্তে বাংলাদেশ আর প্রান্তে ভারত। দুই দেশের ভাষা এক হলেও দেশ তা ভিন্ন । কিন্তু দুই দেশের মধ্যখান দিয়ে বয়ে চলেছে সীমারেখা একটি নদী। বঙ্গাব্দ বছরে চৈত্র মাসে শ্রী শ্রী শিব আরাধনা এবং মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ভারত – বাংলাদেশের নারী পুরুষের পূর্ণ্যতীর্থ মঙ্গলার্থ্য কামনা ও বাসনা পূর্নলাভে গঙ্গাস্নানের মাধ্যমে বাংলার এপার ওপার মিলন মেলায় মানুষের সমাগমে মূখরীত হয়ে ওঠে বারুণী/গঙ্গা স্নানে। তাই এই গঙ্গা স্নাণের মাধ্যমে দুই বাংলার জমতো প্রণয়ী মেলা। তখন ওই দিনের জন্য বাংলার এপার ওপার যাতায়াতের জন্য লাগে না কোন কাগজ পত্র কোন পাসপোর্ট।আজ সেই বাংলার এপার ওপারের মানুষের মিলন মেলা।দেখা করার সুযোগ নেই আর নিজের আপনজনদের সঙ্গেই।তারা আত্নীয় স্বজনদের সাথে মনের আলিঙ্গন ও কষ্ট গুলো বলতে পারছেন। আজ নেই সেই সকাল সন্ধ্যার বাংলার এপার ওপার নারী পুরুষের প্রাণের স্পন্দিত মিলন মেলা উৎসব।

আজ ৬(এপ্রিল)শনিবার খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলা সীমান্তে বাংলাদেশ – ভারত মাঝখান দিয়ে সীমারেখা ফেনী নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ -ভারত সীমান্তে বিএসএফ- বিজিবি নজরধারীতে ও বাংলার এপার ওপার নারী পুরুষ পূর্ণার্থীরা ফেনী নদীর সীমান্ত রেখাংশে

পর্যন্ত আসতে পারেনি।আত্মীয়- স্বজনদের সাথে দেখা করার সুযোগ হয়নি।তাই বাংলার এপারে কিছু স্থানীয় পুর্ণার্থী যায়।কিন্তু এপারে দূর-দুরান্তে কোন পুর্ণার্থী বারুনী স্নান উৎসবে আসেনি আর ওপারে বাংলার পূর্ণার্থী ও দেখা মেলেনি।

তাই চৈত্র মাসে শ্রী শ্রী শিব আরাধনা বারুনী স্নান উৎসবের মাধ্যমে ভারত – বাংলাদেশ বন্ধনে আবারো শুরু হোক আগের মতো। মিলিত হোক বাংলার এপার ওপারের মানুষ।তাই সনাতনী ধর্মালম্বী ও দর্শনার্থীরা দুই বাংলার মানুষেরা আবারো মুক্তভাবে চালু হোক এই মিলন মেলা বারুনী স্নান উৎসব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments