
নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধরমন্ডল ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।
আটককৃত রুবেল মিয়া(২৫)হলেন একজন চোরাই মোবাইল বিক্রেতা।সে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।আটকের সময় তার কাছ থেকে ২৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার (৬ এপ্রিল) রাতে নাসিরনগর থানার পুলিশের কাছে এ ধরনের একটি চোরাই মোবাইল চালানের গোপন সংবাদ আসে। খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার ধরমন্ডল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে অংশগ্রহণ করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)রুপন নাথের নেতৃত্বে সহকারী পুলিশের উপ-পরিদর্শক (এএসআই)কামরুল ইসলাম,শফিকুল ইসলাম,পুলিশ সদস্য জাফর আলী ও রানা চন্দ্র দাস। পরে ধরমন্ডল গ্রাম থেকে গতকাল শনিবার রাতে ২৭টি চোরাই মোবাইল উদ্ধারসহ রুবেল মিয়া নামে একজনকে আটক করা হয়।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, চোরাই ২৭টি মোবাইল উদ্ধারসহ রুবেল নামে একজনকে আটক করা হয় এবং তার নামে মামলা দিয়ে রবিবার (৭এপ্রিল)দুপুরে আদালতে পাঠানো হয়েছে।