বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে পাওনা টাকার সালিশ বৈঠকে হামলা ও বসত বাড়ি ভাংচুর, আহত ৫...

মাদারীপুরে পাওনা টাকার সালিশ বৈঠকে হামলা ও বসত বাড়ি ভাংচুর, আহত ৫ দুই দিন ধরে পরিবারটি এলাকা ছাড়া।

নাসির উদ্দিন,মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে পাওনা টাকার সালিশ বৈঠকে হামলা ও বসত বাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ নগদ ১ লাখ টাকা লুট করা হয়। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল রাত ১০ টার দিকে ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে নাসির শিকদার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় দুই দিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারটি এলাকা ছাড়া। প্রাণ ভয়ে বাড়িতে যেতে পারছে না। তবে পুলিশ বলছে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

অভিযোগপত্র থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের বনগ্রামের সৌদি আরব প্রবাসী নাসির শিকদার সৌদি আরবে থাকাকালীন সময়ে তার ছোট বোনের কাছে পাঠানো ৭ লাখ টাকা নাসির হাওলাদার ব্যবসা করার কথা বলে ধার নেন।

গত ৪ মাস আগে নাসির শিকদার দেশে ফিরে আসলে আরিফ হাওলাদারের কাছে পাওনা টাকা বার বার ফেরত চাইলে নানা ধরনের তালবাহনা দেখাতে শুরু করে। বিষয়টি নিয়ে গ্রামের লোকজন নিয়ে ১৩ এপ্রিল রাত ১০ টায় সালিশ বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির জেরে আরিফ হাওলাদারের পক্ষে জাহাঙ্গীর শিকদার ও আলম শিকদার গংরা অতর্কিত ভাবে নাসির শিকদারের পরিবারের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তার বসত ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

এসময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলা বাঁধা দিতে গেলে নাসির শিকদার ও তার পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে আহত করে। পরের দিন দুপুরে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে নাসির শিকদার মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে ক্ষতিগ্রস্ত নাসির শিকদার বলেন, ‘আমি দীর্ঘদিন অবৈধ ভাবে সৌদি আরবে ছিলাম। সৌদি থেকে আমার ছোট বোনের নামে টাকা পাঠাতাম। সেই টাকা নাসির হাওলাদার ব্যবসা করার কথা বলে ধার নেন। কিন্তু আমি দেশে আসলেও টাকা পরিশোধ না করে নানা ধরনের তালবাহনা করে আসছিল। তাই টাকা পেতে গ্রামের মুরুব্বিদের নিয়ে সালিশ বৈঠক বসাই। এতে ক্ষিপ্ত হয়ে ওরা আমাদের উপরে নির্মম হামলা চালিয়েছে। গত দুই দিন ধরে আমরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের বাড়িতে দেখলেই ওরা হত্যা করার হুমকি দিয়ে আসছে। আমি এই ঘটনা সুষ্ঠু বিচার চাই।

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, কুনিয়ার পাওনা টাকা কেন্দ্র করে একটি হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments