বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় আলোচিত নূরু খান হত্যা মামলার প্রধান আসামীদের প্রকাশ্য শোডাউন ও হুমকি ।

গলাচিপায় আলোচিত নূরু খান হত্যা মামলার প্রধান আসামীদের প্রকাশ্য শোডাউন ও হুমকি ।

গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়শিবা স্লুইস বাজার এলাকায় আলোচিত নূরু খান হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীরা বিভিন্ন সময় এলাকায় অস্ত্রসহ শোডাউন দিয়ে আতঙ্ক বিরাজ করে হুমকি ধমকি দেয়।

মামলা সুত্রে জানাযায় গত ৮ এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলোচিত নূরু খান হত্যা মামলার আসামী মোঃ মন্নান ভুঁইয়ার ছেলে মোঃ চুন্নু ভুঁইয়া(৩৫) মোঃ রাহাত ভুঁইয়া(২৮), আমিন হাওলাদার এর ছেলে মোঃ এমাদুল (৩০), চর মোতাহার এলাকার মোঃ খোকন হাওলাদার এর ছেলে মোঃ ইমাম হাওলাদার(৩৫) এরা মৃত নূরু খান এর ছেলে বাদী মোঃ আলী খা (৩৬)সহ হত্যা মামলার সাক্ষীদের উপরে হামলা চালায়।

এসময় অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের উপস্থিতিতেই তারা সাহেব খান এর চায়ের দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে সাক্ষীদের ও বাদী মোঃ আলী খা এর উপরে হামলা করে ও হুমকি ধমকি দেয়। আসামীরা ঐ এলাকায় অত্যান্ত খারাপ লোক ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা এলাকার ভূমিদস্যু হিসেবেও চিহ্নিত। তারা পারেনা এমন কোন কাজ নেই। এছাড়াও আসামীদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে বলেল জানাযায়।

এসময় ১ নম্বর সাক্ষী সহ মোঃ আলী খাকে কতিপয় সাক্ষীরা জখম অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। গলাচিপা থানা পরে ১০ এপ্রিল একটি সাধারণ ডায়েরী করেন যাহার ডায়েরী নাম্বার ৩৮৮/২৪

এবিষয়ে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন মোঃ আলী খা গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নাম্বার ৩৮৮/২৪। আমরা এবিষয়ে তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments