বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকার গঠনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন । প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। মুক্তিযুদ্ধ পরিচালনা করা, দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা, জনগনের সমর্থন আদায় করার ক্ষেএে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আজ ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় মজিব নগর দিবস পালন করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্হায়ী সরকার ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করেন। মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয় মাস যুদ্ধ করে বীর বাঙালি স্বাধীনতা অর্জন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments