বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

কাঠালিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

মো. ফয়সাল আহম্মদ, কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির কাঠালিয়ায় পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শীনর আয়োজন এ স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদশর্নী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১ উপজেলা পরিষম মাঠে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্র নাথ সরকার।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের গবাদি পশু, ছাগল, হাঁস-মুরগি, পাখি ও প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি মেলায় উপস্থাপন করেন। প্রদশর্নী শেষে পাঁচ ক্যাটাগরিতে ১৫ জন কৃষককে অনুদানের চেক প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাঠালিয়া, ঝালকাঠির বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপ) এর সহযোগিতায় প্রাণিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ প্রদর্শনীন আয়োজন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments