
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা ০১নং রামগড় ইউনিয়নে ছোট খেদাছড়া পাড়ায় পার্বত্যঞ্চলে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
১৮এপ্রিল রোজ বৃহস্পতিবার ঐতিহাসিক গড়িয়া উৎসব অনুষ্ঠানে সমাপ্তি দিনের ভোরবেলা হতে অনুষ্ঠানিকভাবে শুরু হয়।গড়িয়া নৃত্য উচু পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জাতির একটি সামাজিক পরিবেশের রীতিনীতি সংস্কৃতি অনুষ্ঠান। এটি ত্রিপুরা জাতির একটি গুরুত্বপূর্ণ উৎসব।গড়িয়া নৃত্যটি ত্রিপুরা সম্প্রদায়ের মানুষেরা যুগ যুগ ধরে পালন করে আসছে। উৎসব আয়োজনের মাধ্যমে পাহাড়ের বসবাসকারী ত্রিপুরা জাতির জীবনযাপন, সামাজিক রীতিনীতি,সংস্কৃতি, আচার-আচরণ সহ আরো বিভিন্ন ধরনের ঐতিহ্য গুলো ঢাক -ঢোল, বাঁশির সুর,বাঁশ /কাঠের করতাল, হাতের করতাল ও নাচের তালের মধ্য দিয়ে সংস্কৃতি গুলো ফুটে উঠে।
এটি বছরে একবার পালন করে থাকে। বাংলা বছরের শেষ চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে গড়িয়া নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়।এটি পাহাড়ে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জীবনের দুঃখ কষ্ট ভুলে বাংলা পুরোনো বছরের বিদায়ের বার্তা এবং বাংলার নতুন বর্ষকে বরণ করা।তাই বাংলা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তে প্রায় পনের তারিখ হতে গড়িয়া নৃত্য উৎসবটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে বাংলা নতুন বছরের
বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে।গড়িয়া নৃত্য দলটি পাহাড়ে বসবাসরত ত্রিপুরা এলাকা প্রদক্ষিণ করে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে নিজেস্ব ঐতিহ্য সংস্কৃতি রীতিনীতি গুলো নৃত্যের সঙ্গে তুলে ধরে।আর শেষের একদিন হাতে রেখে নিদিষ্ট একটি পাড়ায় ও নিদিষ্ট এক বাড়ির আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।তারি প্রেক্ষাপটে আঠারো এপ্রিল বৃহস্পতিবার ছোট খেদা ছড়া স্থানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহাসিক ঐতিহ্য গুলো দেখার জন্য বিভিন্ন এলাকা হতে আগত জন সমাগমে মুখরিত গড়িয়া উৎসব প্রাঙ্গণ।গড়িয়া উৎসব সকাল ৭ঃ০০টা হতে পূজা অর্চনা,মনের আশা পূরণের
বলিদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়।পরে আগত মানুষের দূপুরে খাবারের আয়োজন করা হয়।খাবারের আস্বাদন শেষে আয়োজকে বাড়িতে গড়িয়া নৃত্যটি আবারো মনোমুগ্ধকর পরিবেশ নাচে তালে তালে,বাঁশির সুরে,কাঠের করতালে,হাতের করতালিতে এই বছরের জন্য শেষ বিদায়ের ঘাপন ও পরে ফেনী নদীতে আবারো ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহাসিক ঐতিহ্য সংস্কৃতি রীতিনীতি
গুলো গড়িয়া নৃত্য ধারা ফুটে তুলে এবং গঙ্গা স্নানের মাধ্যমে সমাপ্তি ঘটে।