
জৈন্তাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানাযায়, ২১ মে শুক্রবার বিকাল ৪টায় পুকুরে গোসল করেত গিয়ে পুকুরে পড়ে ১৪ বৎসরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুর হতে গোসল শেষ করে ঘরে ফিরে না আসায় কারনে পরিবারের লোকজন দ্রুত পুকুরে গিয়ে দেখতে পান শিশুটি পানিতে ডুবে রয়েছে। থাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি হল জৈন্তাপুর উপজেলার পূর্বলক্ষীপ্রসাদ গ্রামের হারু মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১৪)।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মৃত দেহটি থানা নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এবিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।