বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলামুগডালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭।

মুগডালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭।

আনোয়ার হোসাইন(হৃদয়)বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালী রাঙ্গাবালীতে মুগডাল তোলাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের নেতা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয় ।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের নেতা গ্রাম সংলগ্ন আমলিবাড়িয়া মৌজার একটি কৃষি জমি নিয়ে একই বংশের দুই পক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এনিয়ে ২০২২ সালে আদালতে একটি মামলাও করেন একপক্ষ। বিরোধী পক্ষ সেই জমিতে শুক্রবার সকালে মুগডাল তুলতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একপক্ষের পাঁচজন এবং আরেক পক্ষের দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের সবুজ সরদার (৫৫), জহির আকন (৪০), সালমা (৩০), কচি বেগম (২৫), নূর মোহাম্মদ (২৫), সদর ইউনিয়নের নেতা গ্রামের আবু মিয়া (৩৫) ও চান মিয়া (৪০)। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন দুপুরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments