বাড়িএক্সক্লুসিভ নিউজজৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

সিলেটের জৈন্তাপুরে উপজেলা সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হাইওয়ে ফিলিং ষ্টেশনের সম্মুখে দুটি মটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত, অপরজন আহত।

এলাকাবাসীসূত্রে জানাযায়, গতকাল ২১ মে শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের সময় সিলেট হইতে জৈন্তাপুরগামী মটরসাইকেল নং (সিলেট-হ-১৫-১৭৩৪) এর চালক সাফওয়ান মটর সাইকেল হাইওয়ে ফিলিং ষ্টেশনে প্রবেশের প্রাক্কালে তার পিছনে আসা আরেটি মটর সাইকেল (সিলেট-মেট্রো-ল-১১-৩৬০৭) নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা সাফওয়ানের মটর সাইকেলে ধাক্কা দিলে উভয় মটর সাইকেল চালক গুরুত্বর আহত হন। স্থানীয়রা এগিয়ে তাদেরকে উদ্ধার করে সিলেটে নেওয়ার পথে বর্তমান সিলেট এসএমপির মিরাবাজারের বাসিন্ধা ফরিদপুর জেলার আলফাডঙ্গিা থানার গজারিয়া গ্রামের শাহীন মোল্লার ছেলে সোহান মোল্লা (২৪) নিহত হন। এঘটনায় গুরুত্বর আহত হন জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে সাফওয়ান (২৫)। আহত সাফওয়ান ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments