
সাইয়েদুল মোরসালিন, সুন্দরগঞ্জ(গাইবান্দা)বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মানবিক মানুষ ইন্জিনিয়ার রুবেল। সুন্দরগঞ্জ উপজেলায় তরুনদেরকে নিয়ে তৈরি করেছে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন। যে সংগঠনের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকা ও ভালো কাজে সারা দেয় ইন্জিনিয়ার রুবেল।
ইন্জিনিয়ার রুবেল একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান মানুষ,যার মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার মানুষের মুখে কিছুটা হাসি ফুটে উঠেছে।
ইন্জিনিয়ার রুবেল একজন সমাজসেবক। তার মানবিক কাজরে ব্যাপক সারা উঠেছে সুন্দরগঞ্জ উপজেলায়। গরীব অসহায় পরিবারের পাশে থাকা, অসহায় মায়ের ঘর নির্মাণ, অসহায় অসুস্থ ম-বোনদের রক্ত দেয়া থেকে শুরু করে আরও অনেক মানবিক কাজে তরুন সেচ্ছাসেবীদের নিয়ে কাজ করে যাচ্ছেন।
মানবিক মানুষ ইন্জিনিয়ার রুবেলের কাছ থেকে জানা যায়, আল্লাহ তায়া’লা রহমতে যত দিন বেঁচে থাকবে, সুন্দরগঞ্জ উপজেলার গরীব অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।