
মোঃ মোরশেদ আলম,বিশেষ প্রতিনিধি,লক্ষ্মীপুর সদর।
সাধারণত নির্মাণ সামগ্রী, কয়লা, ময়লা-আবর্জনা, নুড়ি বা ধ্বংস বর্জ্য পরিবহনের জন্য ডাম্প ট্রাক বা ডাম্পার লরি ব্যবহৃত হয়।
রাষ্ট্রীয় সীমার সাপেক্ষে স্থানীয় ভাবে এটি ব্যবহারের কথা থাকলেও সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সড়কে এর বেপরোয়া চলাচল পরিলক্ষিত হচ্ছে। গাড়িটির আকার বড় হওয়ায় তুলনামূলক ছোট গাড়ি এবং পথচারীদের সাথে চাক্ষুষ যোগাযোগ না থাকার অসুবিধার কারণে সচেতন মহল একে হুমকি স্বরূপ দেখছেন।
গত কয়েক মাস ধরে লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে এর মাধ্যমে কে বা কারা বালি ও মাটি পরিবহন করছে। গাড়িতে সঠিক সংরক্ষণ না হওয়ায় গন্তব্যে পৌঁছা অবধি বালি ও মাটি ঝড়ে পথচারী ও দোকানদারেরা অতীষ্ঠ হয়ে উঠেছেন। তাছাড়া হালকা বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে সড়কে দূর্ঘটনার আশংকা বাড়াচ্ছে।
আজ ২১এপ্রিল ২০২৪ইং রবিবার লক্ষ্মীপুর শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বাগবাড়ি মোড়ে একটি ডাম্পিং ট্রাক থেকে সড়কে বালি পড়ে মূহুর্তের মধ্যেই শহরের একটা অংশ বালিময় হয়ে পড়ে! পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এতে চরম দূর্ভোগের শিকার হন।
একদিকে তীব্র গরম, অন্য দিকে সীমাহীন লোডশেডিং এর মধ্যে জ্বালাময় জীবনে এই চলমান পরিস্থিতি যেন “আগুনে ঘি ঢালা”-র মতো! এই দূর্ভোগ নিরসনে প্রসাশন ও জনকল্যাণে নিয়োজিত সচেতন মহলের সঠিক পদক্ষেপ প্রত্যাশা করছে স্থানীয় জণগণ ও পথচারীরা।