
সাজেদুল ইসলাম, রাসেল বগুড়া প্রতিনিধি।
মঙ্গলবার ২৩শে এপ্রিল বগুড়া সাতমাথা মুজিব মঞ্চের সামনে জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বরত পুলিশ সদস্য ও পথচারীদের জন্য এই বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি বুথ স্থাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন
জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় আনুষ্ঠানিকভাবে এই বিশুদ্ধ পানি সরবরাহের বুথটির উদ্বোধন করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ‘প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। একজন পথচারী এই গরমের মধ্যে তৃষ্ণার্ত হয়ে এই বুথ থেকে পানি পান করতে পারবে। এদিকে একজন পুলিশ সদস্য পোশাক পরা অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টা ট্রাফিক পুলিশ এর সদস্যরা দেশ ও মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ক্লান্তি দূর করতে খাবার স্যালাইন, পানি ও জুস বিতরণ করা হয়েছে।’
গরম চলাকালে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার মহোদয়।