বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগ৮মে ২০২৪ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সিরাজগঞ্জ জেলার...

৮মে ২০২৪ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সিরাজগঞ্জ জেলার ৩টি উপজেলার প্রতীক বরাদ্দ। 

মো:আল আমিন, (নিজস্ব প্রতিনিধি) বেলকুচি, সিরাজগঞ্জ। 

আজ মঙ্গলবার, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রার্থীগনের উপস্থিতিতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো:শহিদুল ইসলাম ও বেলকুচি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সুদ্বীপ কুমার রায় জানান, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ কারী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৩জন।

আলহাজ্ব বদিউজ্জামান ফকির, তার প্রতীক (মোটরসাইকেল)। ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, তার প্রতীক (দোয়াত কলম)।মীর সেরাজুল ইসলাম, তার প্রতীক (আনারস)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন-

মো:ইউসুব আলী শেখ, তার প্রতীক (উড়োজাহাজ)। এস এম ফারুক সরকার, তার প্রতীক (টিয়াপাখি)। মো:আব্দুল আলীম, তার প্রতীক (মাইক)।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ২জন-

রত্না বেগম,তার প্রতীক (ফুটবল)।

সুলতানা রাজিয়া মিলন, তার প্রতীক (প্রজাতির)।

আগামী ৮মে সিরাজগঞ্জ জেলার তিন উপজেলা, বেলকুচি, সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলায় একযোগে ইভিএম এর মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments