
মোঃ বুলবুল হোসেন,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি।
বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা সবুজ পৃথিরী কমিটি গঠন ও বৃক্ষ রোপণ চলছে। আজ বুধবার ভারতের কোলকাতা শাখার কমিটি গঠন ও বৃক্ষ রোপণ করা হয়।
কোলকাতা শহরের বড়বাজার এলাকায় সত্য নারায়ন পার্কে সবুজ পৃথিথী কোলকাতা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে রামকৃঞ্চ বসাককে সভাপতি ও রাজকুমার বসাককে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। অন্য সদস্যরা হলেন সহ সভাপতি রিতা রানী বসাক, যুগ্ম সম্পাদক রতন কুমার বসাক, কোষাধ্যক্ষ প্রতিমা বসাক, প্রকাশনা সম্পাদক শেফালী রানী বসাক, মহিলা ও সাংস্কৃতিক সম্পাদক সতী রানী বসাক, সমাজসেবা সম্পাদক প্রিয়াঙ্কা বসাক, ধর্ম বিষয়ক সম্পাদক প্রকাশ বসাক, প্রচার সম্পাদক গৌতম বসাক, কার্যকরী সদস্যরা হলেন গোপাল বসাক, বাসুদেব বসাক, মানিক কুমার গোস্বামী, সনৎ কুমার বসাক, শিবানি বসাক, নিরঞ্জন বসাক, বাবুল বসাক, উজ্জল বসাক, বাদল বসাক, অমিত বসাক, সুজন মণি ধর, বাপ্পা বসাক, সন্তু কুমার সাহা, প্রসেনজিৎ দেবনাথ, গৌতম মালো, মিলন সাহু, শিব শংকর বসাক, দুলালী রানী বসাক, শিবু মিশ্র ও জয়দেব ভট্টাচার্য।
এই কমিটি আগামী দুই বছর ভারতের পশ্চিমবঙ্গের পরিবেশ রক্ষায় কাজ করবে। কমিটি গঠন শেষে সত্য নারায়ণ পার্কে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা হয়।