বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপাঁচবিবিতে বাগজানায় এমপি দুদু'র সৌজন্য সফর ও মতবিনিময়

পাঁচবিবিতে বাগজানায় এমপি দুদু’র সৌজন্য সফর ও মতবিনিময়

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাট-১আসনের মাননীয়  সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী ও কমিটির সদস্য এডভোকেট আলহাজ্ব সামছুল আলম দুদু বাগজানা ইউনিয়নে ওয়ার্ড প্রর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

আজ ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাগজানা বাস স্ট্যান্ড সংলগ্ন মনির সুপার মার্কেটের বাগজানা কৃষক লীগের আহবায়ক রাসেল কবিরের সভাপতিত্বে তার অফিস রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাবেক সভাপতি এনামুল হক,ধরঞ্জী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনতাজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জামাত আলী, ইউপি সদস্য কাওসার হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সরোয়ার হোসেন,ওয়ার্ড সভাপতি সারোয়ার হোসেন স্বপন, বিভিন্ন  প্রর্যায়ে নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক দুলাল অধিকারী ও চৌকস সাংবাদিক সাখাওয়াত হোসেন। বক্তারা নেতাকর্মীদের সাথে এমপি দুদু থাকা অবস্থায় এলাকার উন্নয়নের চিত্রগুলি আলোকপাত করেন। সেই সাথে এমপি দুদুর রাজনৈতিক, শারীরিক খোঁজ খবর নেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments