বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবক ১৭রাউন্ড রাইফেলের বুলেটসহ আটক।

টেকনাফে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবক ১৭রাউন্ড রাইফেলের বুলেটসহ আটক।

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস তল্লাশী করে মায়ানমার হতে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণকালে খাদ্য সংকট ও অতি গরমের কারণে সীমান্ত অতিক্রম করে গন্তব্যে ফিরে যাওয়ার সময় ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের বুলেটসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়,গতকাল ২৭এপ্রিল সকাল ১১টারদিকে কুমিল্লা রিজিয়নের টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের হোয়াইক্যং নয়াপাড়ায় চেকপোস্ট স্থাপন করে টেকনাফ-কক্সবাজারমূখী পায়রা সার্ভিস এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং-কক্সবাজার-জ-১১-০২৪৮) থামিয়ে তল্লাশিকালে যাত্রীর আসনে থাকা দুজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত স্বাক্ষিদের সম্মুখে দেহ তল্লাশি করে কেফায়েত উল্লাহ নামক রোহিঙ্গা যুবকের কোমড়ে বাঁধা ১টি কালো রংয়ের ব্যাগ পাওয়া যায়। তা উপস্থিত স্বাক্ষীদের সামনে খুলে ভেতর কাগজের গুলির প্যাকেট এর মধ্যে ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের বুলেট পাওয়া যায়। অবৈধ বুলেট নিজ হেফাজতে রাখার দায়ে উখিয়া উপজেলার ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৩১৪ এর বাসিন্দা মোঃ ইসলামের পুত্র কফায়েত উল্লাহ (১৯) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসান চর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার-৬৫,রোম নং-জে-১২৩ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র আনোয়ার মোস্তফা (১৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments