আজ মহান মে  দিবস

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার মহান মে দিবস।  “শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর মে দিবস পালন করা হচ্ছে। আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।

১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটর শ্রমিকর ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্নত্যাগের মধ্য দিয়ে শ্রমিক শ্রেনীর অধিকার আদায় হয়েছিল।

মে দিবস উপলক্ষে রাষ্ট্রপ্রতি মো.সাহাবুদ্দিন  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বানী দিয়েছেন। মহান মে দিবস উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বের সকল শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত  শ্রমজীবি মানুষের অধিকার অব্যাহত রয়েছে। মানবাধিকার, গনতন্ত্র, সমাজতন্ত্র, ও  মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষ মুখ্য ভূমিকা পালন করছেন।

১৯৪৯সালের ২৩ জুন নিপিড়ীত শোষিত -বঞ্চিত – অবহেলিত, গরিব- দুঃখী, মেহনতি মানুষের অধিকার আদায়ের দৃঢূ সংলকল্পে

বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে নেতা কর্মীরা মে দিবস পালন করে থাকে।

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন,  শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের দিনটি বছরের পর বছর পালন করা হচ্ছে। বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে শ্রমিক দিবস। তবুও শ্রমিক দিবসে কিছু মানুষ বেরিয়ে পড়েছে  কাজের সন্ধানে।

মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংঠনের পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাএা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments