বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস।

নরসিংদীর পলাশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ সালে উপজেলা পর্যায়ের তিনি তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

বরুন চন্দ্র দাস ১৯৯৮ সালে ডাঃ নজরুল বিন নৃর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে প্রথম শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৪ সালে তিনি নরসিংদী জেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। ২০১৯ সাল থেকে তিনি পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

পলাশে উপজেলার ঘোড়াশাল, উওরপাড়া গ্রামে ১৯৭৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুরেশ চন্দ্র দাস। তিনি বাবা মায়ের ৬ষ্ট সন্তান।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি নির্বাচিত হয়েছেন।

প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস জানান, ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষক হবার। তিনি তার বিদ্যালয় কে একটি আর্দশ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান। এ সাফল্যের জন্য তিনি বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments