
রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) নিজস্ব প্রতিনিধি ।
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বাইছারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কলিম উল্যাহ।
এসময় ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. রাকিব, নয়ন, সমাজসেবক মো. কবির হোসেন, মো. সুমন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া-১: কচুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।