বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর বেলাবতে গাঁজাসহ গ্রেপ্তার ২ জন।

নরসিংদীর বেলাবতে গাঁজাসহ গ্রেপ্তার ২ জন।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঞ্চনমুড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে নাজমুল পাঠান ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাকিল পাঠান।

বেলাব থানার এসআই ইফাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নিকটবর্তী মায়ের দোয়া বডি বিল্ডার্স নামে একটি গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করি। এসময় একটি পিকআপ ভ্যানে রাখা ১৮ কেজি গাঁজাসহ নাজমুল পাঠান ও শাকিল পাঠানকে গ্রেপ্তার করা

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান পিপিএম বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments