বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা শীর্ষে রাবেয়া...

ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা শীর্ষে রাবেয়া বসরী।

মোঃ রাফসান জানি, জেলা বিশেষ প্রতিনিধি(ভোলা)

সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী ২১ মে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাঁর ধারাবাহিকতায় ভোলা জেলা জাতীয় শ্রমিক লীগ’র মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বসরী এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তার নির্বাচনী এলাকা ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও সদর পৌরসভার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট কামনা করেছেন এই মহিলা নেত্রী।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া বসরী এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী সাধারণ ভোটাররা। সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যেও ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

রাবেয়া বসরী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যদি জনগণের ভোটে আমি জয়ী লাভ করি তাহলে সবার সহযোগিতায় ভোলা একটি আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছেনা তবুও আমি আশাবাদী জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments