বাড়িবাংলাদেশেখুলনা বিভাগভারতে পাচারকালে ৫০ টি স্বর্ণেরবার সহ ৪ পাচারকারীকে বিএসএফ আটক করেছেন।

ভারতে পাচারকালে ৫০ টি স্বর্ণেরবার সহ ৪ পাচারকারীকে বিএসএফ আটক করেছেন।

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা)

আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট বেনাপোল-পেট্রাপোল সীমান্তে,ভারতে পাচারকালে ৫০ টি স্বর্নবারসহ ৪ পাচারকারী ভারতে পাচারকালে, আবারো বেনাপোল ইমিগ্রেশন সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের তল্লাসি চৌকিতে, ৫০ টি স্বর্নবারসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বিএসএফ। জব্দ করা সোনারবার গুলির মোট ওজন ৫ কেজি ৮৪০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ১৬৫ টাকা।

বুধবার(০৮ মে) সন্ধ্যায় ভারতের ১৪৫ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বিএসএফ এক বার্তায় আটকের এ তথ্য গণমাধ্যমকর্মীদের জানায়।

আটককৃতরা হলেন, বাংলাদেশি পাসপোর্টধারী শরীয়তপুরের মাতবরকান্দি উপজেলার আব্দুল হোসেন মোল্লার স্ত্রী দিলরুবা আক্তার। বেনাপোল কাস্টমস পার হয়ে ভারতে ঢোকার পর তার গতিবিধী দেখে সন্দেহ হয় ইমিগ্রেশনের নিরাপত্তায় নিয়োজিত বিএসএফের। এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্ শরীরের পায়ু পথ থেকে দুটি স্বর্নবার উদ্ধার করে পেট্রাপোল কাস্টমসে দায়িত্বরত বিএসএফ সদস্যরা।

এছাড়া এদিন পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতা যাওয়ার পথে বাস থেকে দুই ভারতীয় নাগরীককে ১৮টি স্বর্নবারসহ আটক করে বিএসএফ। এরা হলেন, উত্তর ২৪ পরগণার পশ্চিমবঙ্গের আকারে অবস্থিত ধাকপাদা গ্রামের হরিপদ রায়ের ছেলে তাপস রায় ও কোরবাগার জেলার নামনগর গ্রামের অনুপ লুমার ছেলে অভিজিৎ।

অন্যদিকে একই সময় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাক চালক পোলতা গ্রামের দিলিপ মন্ডেলের ছেলে উজ্জ্বল মন্ডলকে ৩০ টি স্বর্নবারসহ আটক করে বিএসএফ। সে বেনাপোল বন্দর থেকে মনসুর শেখ নামে এক ব্যক্তির দেওয়া ৩০টি স্বর্নের বার নিয়ে ট্রাকে

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments