
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর মনোহরদীতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), মনোহরদী এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি, মনোহরদী উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর পরিচালনায় মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান বিশেষ অতিথি ছিলেন মনোহরদী থানার ইন চার্জ মো. আবুল কাসেম প্রমুখ।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোহরদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াশীষ কুমার রায় (মোটর সাইকেল), মোঃ মাসুদুর রহমান (হেলিকপ্টার), ছাড়াও সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ মত বিনিময় সভায় উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্ত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন। নির্বাচনে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিনিয়ন প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি’র নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি মনোহরদীর কোঅর্ডিনেটর মো. সাইদুর রহমান তসলিম প্রমুখ।