বাড়িবাংলাদেশেরংপুর বিভাগএক্সপ্রেস ট্রেন চালুর ২ মাস হলেও, বুড়িমারী স্টেশনে নেই কোনো ধরনের অবকাঠামোগত...

এক্সপ্রেস ট্রেন চালুর ২ মাস হলেও, বুড়িমারী স্টেশনে নেই কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন।

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি।

বুড়িমারী এক্সপ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি বুড়িমারী থেকে ট্রেন চালার ব্যাপারে, রেল কর্তৃপক্ষ থেকে ট্রেনটি ৩ মাস সময়ের কথা বলা হয়েছিলো। কিন্তু ট্রেন চালুর ২ মাস হয়ে গেলেও বুড়িমারী স্টেশনে কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চোখে পড়ে নি এই বুড়িমারী ষ্টেশনে ৷

গত ১০ তারিখ সরজমিনে স্টেশনের এমন চিত্র দেখে অনুধাবন করা যাচ্ছে যে শীঘ্রই কোনো সুখবর নেই। আর এখানে একটা বিষয় স্পষ্ট বুড়িমারী থেকে ট্রেন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কোনো কাজ এখনো শুরু করতে পারে নি রেল কর্তৃপক্ষ।

অতএব বুড়িমারী এক্সপ্রেসের নামে জোড়াতালি কানেক্টিং ট্রেনেই আপাতত ভরসা এই বুড়িমারী রুটের যাত্রীদের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এক যুগ পর একটি ট্রেন চালু হলেও পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত এই জনপথের মানুষ, যা আরো দীর্ঘায়িত হচ্ছে।

অপরদিকে বুড়িমারী বাসির জনপ্রিয় ৪৬২/৪৫৫ লোকাল ট্রেনকে শাটল বানানো হয়েছে ফলে উক্ত ট্রেনের যাত্রীরাও হয়রানিও হচ্ছে। ঢাকা থেকে লালমনিরহাট গামী ট্রেনটি বিভিন্ন কারণে বিলম্ব প্রবেশ করছে যার কারণেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে উক্ত ট্রেনের জন্য। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও রানিং স্টাফদের।

আগামী ৩ মাসের মধ্যে সরাসরি বুড়িমারী থেকে ঢাকা ট্রেন চালু হওয়া অনিশ্চিত। তাই আপাতত এই জোড়াতালি শাটলই ভরসা বুড়িমারী বাসীর।

এ বিষয়ে রেলের উর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে কোন এ বিষয়ে আপাতত তথ্য পাওয়া যায় নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments