
মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
আগামী ২১ শে মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে মনোহরদী উপজেলায় চলছে প্রার্ধীদের শেষ সময়ের প্রচারণা।
মনোহরদী উপজেলাটি একটি পৌরসভা ও বার টি ইউনিয়ন নিয়ে গঠিত।উপজেলা টি পর্যবেক্ষন করে দেখা যায়,মনোহরদী পৌরসভার নান্দনিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন ও সকল ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব কে সমর্থন দিয়েছেন এবং নিজ নিজ অবস্থান থেকে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের “আনারস” প্রতীকের প্রচারণা করে যাচ্ছেন।
জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করা এবং প্রচার প্রচারণা সম্পর্কে মনোহরদী উপজেলার কৃতি সন্তান নরসিংদী জেলা আওয়ামী-লীগ এর সহ সভাপতি এবং ঢাকা ক্লাব লিমিটেড এর সাবেক প্রেসিডেন্ট জনাব খায়রুল মজিদ মাহমুদ চন্দন সাহেব বলেন,”স্বপন” আমার ছোট ভাই।সে শিক্ষিত,মার্জিত এবং ভদ্র ছেলে।ছাত্র জীবন থেকেই সে রাজনীতির সাথে জড়িত।মনোহরদী ও তার আশেপাশের এলাকায় তার জনপ্রিয়তা অনেক।এ জনপ্রিয়তা তার ব্যবহার ও কর্মগুনে সে অর্জন করেছে।তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে কখনো কাউকে হয়রানি করেছে বলে আমার জানা নেই।আর সে জন্যই জনগন ভালবেসে আমার ভাই কে তাদের প্রার্থী হিসেবে পছন্দ করেছে এবং মনোহরদী পৌরসভার নান্দনিক মেয়র আমিনুর রশিদ সুজন এর নেতৃত্বে মনোহরদী উপজেলার বার টি ইউনিয়ন এর সকল চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এর সকল নেতৃবৃন্দ ও অন্যান্য দলের নেতৃবৃন্দ রা ঐক্য হয়েছে।আর এটি কোন রাজনৈতিক ঐক্য নয়।
এ সব বিষয়ে মনোহরদী পৌরসভার নান্দনিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন সাহেব বলেন,যদিও উপজেলার কার্যক্রমের সাথে পৌরসভার কার্যক্রমের কোন সম্পর্ক নেই তারপরও পৌরসভা এবং উপজেলা এক হয়ে যদি কাজ করে তাহলে পৌরসভার ও উপজেলার একসাথে উন্নয়ন হবে।আর আমার মতে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের মত যোগ্য প্রার্থী অন্য কেউ নেই।কারণ,রাজনৈতিক জীবনের পাশাপাশি জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব শিক্ষিত,মার্জিত এবং অত্যন্ত ভদ্র মানুষ।এমন মানুষ উপজেলা চেয়ারম্যান হলে উপজেলাটির সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব।আর তাই আমি ও আমার পৌরসভার সর্বস্তরের মানুষ একছত্র ভাবে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব এর পক্ষে এক্য গঠন করেছি আর আমাদের এই এক্যে মনোহরদী উপজেলার বার টি ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান গন এক্যমত পোষন করেছেন।
এ ব্যাপারে মনোহরদী উপজেলার বার টি ইউনিয়ন এর সকল চেয়ারম্যান দের সাথে কথা বলে জানা যায় যে,জনগন আমাদেরকে যে লক্ষে নির্বাচিত করেছে সে লক্ষ বাস্তবায়ন করতে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের বিকল্প নেই।কারণ,উপজেলা পরিষদের সাথে সমন্বয় না করে আমারা ইউনিয়ন পরিষদ এর কোন উন্নয়ন মূলক কাজ করতে পারব না।আর উপজেলা পরিষদ এর সাথে সমন্বয় করতে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের বিকল্প নেই।প্রার্থীদের মধ্যে একমাত্র নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব ই যোগ্য।একমাত্র জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব এর মত শিক্ষিত ও ভদ্র মানুষ উপজেলা চেয়ারম্যান হলে উপজেলাটির উন্নয়ন সম্ভব।আমরা আমাদের প্রত্যকটি ওয়ার্ডের সদস্যদের সাথে এবং সর্বস্তরের জনগণ এর সাথে কথা বলেছি তারাও আমাদের সাথে একমত এবং সকলেই জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের “আনারস” প্রতীকের পক্ষে ঐক্যমত পোষণ করেছেন।
এসব বিষয়ে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ নেতা বাবু অলোক চক্রবর্তী জানান,জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব কে আমরা সকলে প্রার্থী হিসেবে নির্বাচনে এনেছি।কারণ,বর্তমান প্রেক্ষাপটে মাদক,সন্ত্রাস,জুয়া,ভূমি দস্যু,কিশোর-গ্যাং,রাজনৈতিক বিভাজন সহ সকল প্রকার অন্যায় অবিচার বন্ধ করে মনোহরদী উপজেলা কে একটি স্মার্ট,আধুনিক ও দক্ষ উপজেলায় রূপান্তর করতে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের বিকল্প নেই।জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের “আনারস” প্রতীকের জয়ের মাধ্যমে দূর হবে সকল ভেদাভেদ।অনেকেই চায় হিন্দু-মুসলিম,সাদা-কালো,উচু-নিচু’র ভেদাভেদ সৃষ্টি করতে। একমাত্র নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের “আনারস” প্রতীকের জয়ের মাধ্যমেই সাদা-কালো,হিন্দু-মুসলিম ও উচু-নিচু এর ভেদাভেদ দূর হবে।সৃষ্টি হবে ভাতৃত্ব বোধ এর।আর তাই আমরা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং মনোহরদী উপজেলার সর্বস্তরের জনগণ সহ অন্যন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন ও “আনারস” প্রতীকের পক্ষে আমাদের মনোহরদী পৌরসভার নান্দনিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন এর নেতৃত্বে ঐক্য গঠন করেছি।যা সারা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বিরল।
অন্যান্য দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,এ নির্বাচনে আমরা সকলেই দলমত নির্বিশেষে মনোহরদী পৌরসভার নান্দনিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন এর নেতৃত্বে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেবের “আনারস” প্রতীকের পক্ষে ঐক্য গঠন করেছি। কারণ,প্রার্থীদের মধ্যে একমাত্র জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন সাহেব যোগ্য।একমাত্র তিনি ই উপজেলা নির্বাচনে জয়ী হলে উপজেলাটির সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব।আমাদের সকলের একটাই স্লোগান,
মনোহরদীর উন্নয়নে করেছি ঐক্য গঠন
“আনারস” এর জয় হোক এটাই আমাদের “স্বপন”