বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারেও ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্ধ সমপন্ন।

কক্সবাজারেও ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্ধ সমপন্ন।

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। 

দেশের ৬ষ্ঠ তম উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতীক বরাদ্ধ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ মে সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলায়ও প্রতীক বরাদ্ধ দিয়েছেন।

কক্সবাজার জেলা নির্বাচন রিটার্নিংকর্মকর্তার কার্যালয় হতে উক্ত প্রতীক বরাদ্ধ দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চেয়ারম্যান পদে টেকনাফ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম( টেলিফোন) প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ( আনারস) প্রতীক, এবং দিদার মিয়া ( মোটরসাইকেল) প্রতীক পেয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন ( মাইক) প্রতীক,সরওয়ার আলম( টিবওয়েল) প্রতীক,ও আবুছিদ্দিক ( চশমা) প্রতীকপেয়েছেন।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি ( পদ্মফুল) প্রতীক,হ্নীলা ইউপির বর্তমান ৭,৮, ও ৯ নং ওয়ার্ডের মহিলামেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী ( ফুটবল) প্রতীকও গোলাপজান আক্তার গোলাপী( কলসী) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

প্রতীক বরাদ্ধের পরে প্রার্থীরা পুরো উপজেলা জুড়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

এতে করে আস্তে আস্তে নির্বাচনী মাঠ সরগরম হতে শুরু করেছেন।

দোকান পাঠ,রাস্তাঘাট,হাটবাজার ও চায়ের স্টলে চলছে প্রার্থীদের নিয়ে ভোটাদের চুলচেরা বিশ্লেষণও হিসেব নিকেশ।

এবার অপেক্ষার পালা আগামী ২৯ মে কে বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারবে।

স্থানীয় বেশ কিছু ভোটারও রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী লোকজনের সাথে কথা বলে জানাযায়, আমরা এবার এমন প্রার্থীদের বাচাই করে ভোট দেব যারা সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নও বিপদাপদের কথা চিন্তা করবে এবং সবসময় যাদের পাশে পাওয়া যাবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments