বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলা১৯৩বোতল ফেন্সিডিল সহ ০৫জনকে আটক করেছে র‍্যাব,১২-বগুড়া।

১৯৩বোতল ফেন্সিডিল সহ ০৫জনকে আটক করেছে র‍্যাব,১২-বগুড়া।

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর, নিজস্ব প্রতিনিধি।

১৯৩ বোতল ফেন্সিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ।

র‍্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে ঢাকাগামী মাইক্রোবাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৩/০৫/২৪ তারিখ ২৩৫০ ঘটিকায় র‍্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শফিকুল ইসলাম (১৯), পিতা- মোঃ গফুর আলী, সাং- মৌজাশাঘাতি, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ২। মোঃ শান্ত (২৭), পিতা- মোঃ মনির হোসেন, সাং- কোটমারী, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ৩। মোঃ জামিরুল ইসলাম (৩২), পিতা- মৃত তাহের আলী, সাং- কাশিরাম, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ৪। মোঃ মহুবর রহমান (২৭), পিতা- মোঃ মকছেদুর রহমান, সাং- তালুকশাঘাতি, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট, ৫। শ্রী শ্যামল চন্দ্র রায় (৩২), পিতা- মৃত শান্তারাম, সাং- চামটারবাস, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাটগণকে তাদের চালিত দুইটি মাইক্রোতে বিশেষ কায়দায় রক্ষিত ১৯৩ বোতল ফেন্সিডিল, ০৮টি মোবাইল ও ০৮টি সীমসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। আসামীগণ মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য গন্তব্যস্থলে নিরাপদ ভাবে পৌঁছানোর উদ্দেশ্যে মাদক বহনকারী গাড়ীর সামনে এস্কট হিসেবে আরো একটি গাড়ি ব্যবহার করে। এস্কর্ট হিসেবে ব্যবহৃত সামনের গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোন টহল/চেকপোষ্ট আছে কিনা তা পর্যবেক্ষণ করে পিছনে মাদক বহনকারী গাড়িকে সতর্ক করে। সামনের এস্কর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্বাচন করে মাদক পরিবহন করতো।

ধৃত আসামী জামিরুল ইসলাম এর নামে একটি মাদক মামলা ও ধৃত আসামী মহুবুবুর রহমান এর নামে একটি মারামারি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments