বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু।

মো:ওসমান গনি,শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেলপাড়া এলাকার আব্দুল হকের ছেলে তোজাম্মেল হক বকুল (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেনের মৃত্যু হয়।

একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুলের মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments