
মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননী প্রেমিকা (৪২) এর অনশন। প্রেমিকের বোনদের মারপিটে প্রেমিকা আহত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার পানাতে পাড়া গ্রামে।
সরজমিনে গেলে ভুক্তভোগী নারী জানান, পানাতে পাড়া গ্রামের মৃত: আবুল হোসেন এর ছেলে ২ সন্তানের জনক তাজমল হোসেন (৫০) ওই নারীকে বিয়ের প্রলোভন দেয় এবং অবৈধ সম্পর্ক স্থাপন করে। কিছুদিন পূর্বে প্রেমিক তার বউকে তালাক প্রদান করার জন্য ভুক্তভোগীর নারীর কাছ থেকে ২ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারীকে বিয়ে না করায় এবং মুঠোফোনে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নেন।
প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ায় তাকে ওই প্রেমিকের বোন রমিছা ও ইমিলি বেধরক মারপিট করে আহত করে বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন।
এ বিষয়ে উম্মে হাবিবা বলেন, ভুক্তভোগী আমার নিকটতম আত্মীয় তাকে তাজমল হোসেন বিয়ের প্রলোভন দিয়ে পরকিয়া সম্পর্ক করেছে।
ভুক্তভোগী নারী প্রেমিকের বাড়িতে আসলে তাকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। শুধু বিয়ের প্রলোভন দিয়ে ভুক্তভোগীর নিকট থেকে ২ লক্ষ টাকা নিয়ে কিছুদিন পূর্বে প্রেমিক তার স্ত্রীকে তালাক প্রদান করেছে। এখন ভুক্তভোগী নারীকে বিয়ে করছে না।
এব্যাপারে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, বিষয়টি অবগত আছি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।