বাড়িঢাকা বিভাগঢাকা জেলাবাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন...

বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান।

মোঃ মাহবুব আলম যাত্রাবাড়ি (ঢাকা সিটি)শিক্ষানবিশ প্রতিনিধি।

১৭ ই মে, রোজ শুক্রবার সকাল আনুমানিক ১০ ঘটিকার কিছু পরে রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর প্রাঙ্গনে পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন, বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংগীত দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ। আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি।

সভাপতির ভাষণ দেন, অধ্যাপক ড. আবুল বারকাত। সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।

ধন্যবাদ জ্ঞাপন করেন, অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি।

প্রধান অতিথির ভাষণ দেন, শেখ হাসিনা এমপি

(মাননীয় প্রধানমন্ত্রী)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অগ্রগতি করতে হলে চরাই উতরাই থাকবেই, এ কথা জানিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতো বাধাই আসুক তা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বিদেশী পরামর্শ নয়, নিজেদের বুদ্ধি অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দেশীও অর্থনীতির ইতিহাস টেনে এ আয়োজনে প্রধানমন্ত্রী জানান, জিয়াউর রহমান খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণি তৈরি করেছিলেন। সেই যায়গা থেকে উত্তরণে আজ অনেকটাই সফল বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী অর্থনীতবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতি মালা, প্লান – প্রোগরাম করবেন। কেউ একজন দুই একদিনের জন্য ভেসে এসে আপনাদের উপদেশ দিয়ে যাবে ঐ উপদেশ আমাদের কাজে আসবে না। কাজে আসবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কজে লাগবে।

যুদ্ধের কারনে বিশ্ববাজারের অস্থিরতায় দেশীয় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই চাপ সামাল দিয়ে বাজেট বাস্তবায়নে ঝামেলা হবে না বলে আস্বস্ত করেছেন সরকার প্রধান।।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments