
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।
সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক স্কুলগুলোতে ইউনিক আইডি র জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সরকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি প্রদানের উদ্যোগ নিয়েছে।। এ উপলক্ষে বিগত বছর ধরে শিক্ষার্থীদের নিজের এবং পিতা-মাতার তথ্য সংগ্রহ করা হয়েছে। এসকল কাজ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ন্যাস্ত।
কর্তৃপক্ষ যেসকল কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকে সংশ্লিষ্ট দপ্তর তা করতে বাধ্য। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এসকল কর্মযঞ্জ ( তথ্য সংগ্রহ, ফরমপূরন ও অনলাইন এন্ট্রি) নিজেদের কর্মতিরিক্ত দায়িত্ব মনে করে সম্পন্ন করলেও সেক্ষেত্রে উচ্চ বিদ্যালয় গুলো লোভনীয় পন্হা অবলম্বন করছে। কিছু কিছু বিদ্যালয় বেশি ছাত্রের অযুহাত দেখিয়ে ছাত্র -ছাত্রীদের কাছ থেকে ফরমমূল্য ও এন্ট্রির নামে নির্ধারিত হারে টাকা আদায় করছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ সরকার প্রতিটি বিদ্যালয়ে এ সকল আইটি কার্যাদির জন্য শেখ রাসেল ল্যাব স্হাপন করে আইসিটি শিক্ষক নিয়োগ দিয়েছেন। সংশ্লিষ্ট মহল শিক্ষা প্রতিষ্ঠান সমুহের এমন অনৈতিক আচরন সরকারের অর্জনকে ম্লান করা হচ্ছে বলে করছেন।
উপজেলার ভুক্তভোগী অভিভাবক গন
সন্দ্বীপ উপজেলার বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কমিটি, গণমাধ্যম ও মাউশির তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানাচ্ছে।