
মোঃ রাফসান জানি,জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)
আগামী মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপ। তারি ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২১শে মে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন ৪ জন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন ৬ জন।
গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।সাধারণ ভোটারদের মাঝে নানান উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা।
ভোটাররা বলেন, সুখে দুঃখে আমরা যাকে কাছে পাবো,বিপদে-আপদে আমাদের খোঁজখবর নেবে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের উন্নয়নমূলক কাজ করবে এরকম একজন প্রার্থীকেই আমরা বেছে নেব। মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত ভোলা চাই আমরা,জলদস্যু ভূমিদস্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো এমন একজন প্রার্থীকে আমরা বেছে নেব।