
মোহাম্মদ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
২০ মে (সোমবার) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক না রেখে উন্মুক্ত করে দেওয়ায় নেই কোন দলীয় প্রভাব।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও গ্রামের হাট-বাজার, অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জম জমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। চলছে দিন রাত বিরামহীন প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা যাচ্ছে উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রার্থীরা। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ৮ দিন। তাই প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা লংগদু উপজেলার ভোটারদের।
এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন,
চেয়ারম্যান পদে – বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), অ্যাডভোকেট আবছার উদ্দিন (মোটরসাইকেল) বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াতকলম)।
পূরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- মো. রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যাণ মিত্র চাকমা হিমু (চশমা)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)। এ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৩-৪ জনের মধ্যেই লড়াইয়ের সম্ভাবনা দেখছে উপজেলাবাসী। বিরতিহীন প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
এদিকে প্রচার প্রচারণায় প্রার্থীরা বলছেন, আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহমেদ বলেন,
নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২৩টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮শ’ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩শ’ ৮৬ জন।
এ ব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন এমনটিই প্রত্যাশা করেন তিনি।
এদিকে গ্রামে, গঞ্জে, চায়ের দোকানে সব জায়গায়ই চলছে প্রার্থীদের নিয়ে আলচোনা সমালোচনা চলছে অনেক হিসেব নিকাস। কে হবে আগামীর লংগদু উপজেলার কর্ণধার, কে হাসবে বিজয়ের হাসি, কাকে বেঁচে নেবে জনগণ। তা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মে মধ্য