বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় দুই যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

বগুড়ায় দুই যুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ায় র‌্যাবের অভিযানে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার ধুনট উপজেলার প্রতাব খাদুলী এলাকার খলিলুর রহমানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা।

সোমবার (২০ মে) র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার ধুনট থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে মোঃ আব্দুর রহিম তার আপন চাঁচাকে জমিজমার বিরোধে নির্মমভাবে হত্যা করেন। এরপর নিজের পরিচয় গোপন করে ভুয়া এনআইডি তৈরী করে স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাবের তৎপরতায় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments