
জেলা নিজস্ব প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইবারের উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তোফাইল আহমদ মোটরসাইকেল প্রতীকের অবস্থান তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে জনমত জরিপে জানাযায় সুস্থ নির্বাচন হলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক তোফাইল আহমদ বিপুল ভোটে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন।
উপজেলার ভোট ব্যাংক খ্যাত বাইশারী ও ঘুমধুম দোছড়ী ইউনিয়নে অধ্যাপক তোফাইল আহমদ কে জেতাতে ঐক্যবদ্ধ হয়েছেন সর্বস্তরের জনগণ। সেই সঙ্গে নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও শুরু হয়েছে অধ্যাপক তোফাইল আহমদ এর মোটরসাইকেল প্রতীকের গণজোয়ার। উপজেলার অধিকাংশ বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান-কার্বারি, বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী একাকার হয়ে কাজ করতেছে অধ্যাপক তোফাইল আহমদ কে নির্বাচিত করতে।
জনাব অধ্যাপক তোফাইল আহমদ বলেন, আমি নির্বাচিত হলে উপজেলার সকলের সাথে সমন্বয় করে নাইক্ষ্যংছড়িকে এগিয়ে নিয়ে যাবো । সবসময় উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে সরকারের সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করে যাবো।
তিনি আরোও বলেন,স্মার্ট নাইক্ষ্যংছড়ি বাস্তবায়নে এবং সরকারের হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আর আমি নির্বাচিত হয়ে সরকারের অঙ্গীকার গ্রামকে শহরে রূপান্তরিত করবো এবং সকল প্রকার প্রচেষ্টা বাস্তবায়নে কাজ করবো। যেমন গ্রামে উন্নয়নের ছোয়া পৌঁছে দিয়ে দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবো। আমি কখনোই নিজের উন্নয়নে নয় বরং নাইক্ষ্যংছড়িবাসীর উন্নয়নে কাজ করবো।
অতীত, বর্তমানে যেভাবে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। ঠিক তেমনি ভাবে মানুষের পাশে থাকবো। সাধারণ মানুষের সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্যই তৃণমূলের মানুষের দোয়া ও ব্যাপক সমর্থন করে যাচ্ছেন। এছাড়াও আমার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়া।স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপজেলা হবে নাইক্ষ্যংছড়ি উপজেলা।