
শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি।
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ইং এ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশনে (মাইক) প্রতীকের ভাইস চেয়াম্যন পদপ্রার্থী মাওঃ রফিক উদ্দীনের ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত হয়।
২০ মে সোমবার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হ্নীলা বাস স্টেশনের প্রতিটি অলিতে গলিতে,২ শতাধিক আলেম ওলামার বহর নিয়ে এই গন সংযোগ কার্যক্রম চালায়। এসময়( মাইক) প্রতীকের প্রার্থী মাওঃ রফিক উদ্দীনের সাথে ছিলেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছোট ভাই টেকনাফ পৌসভার প্যানেল মেয়র মাওঃ মুজিবুর রহমান, ওলামালীগ নেতা মাওঃ ক্বারী ফরিদুল আলম,মাওঃ আব্দুশক্রুর,মাওঃ এনামুল হক মন্জুর,মাওঃ আলীআহমদ,জোবাইয়েরওসমান,প্রমূখ। এছাড়াও গনসংযোগ পুর্ব এক সংক্ষিপ্ত নির্বাচনী সভা হ্নীলা উম্মে সালমা বালিকা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
এতে হ্নীলা ইউনিয়নের ১ থেকে ৭ নং ওয়ার্ডের সকল মসজিদেরখতিব, ইমাম,মুয়াজ্জিন ও উলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গনসংযোগ কালে মাইক মার্কার প্রার্থী মাওঃ রফিক উদ্দীন বিগত সময়ে উপজেলা ভাইস চেয়াম্যানের দায়িত্ব পালনকালীন বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসা, স্কুল,কলেজ ও রাস্তাঘাটের উন্নয়নে সহায়তা প্রদান করেছিলেন বলে জানান। তিনি আরো জানান এবারও আল্লাহ যদি জয়যু্ক্ত করে অসমাপ্ত সকল কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে যাব।
তার জবাবে হ্নীলার আপামর জনসাধারণ বলেন আমরা মাইক মার্কার প্রার্থী কে আবারও ভোট দিয়ে বিজয়ী করে আগামী ২৯ মে জয়ের মালা ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।