বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

ফয়সাল মিয়া,মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগরে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে সঙ্গে থাকা দেড় লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের চৈনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার ব্যবসায়ী শাহ জালাল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার টনকী ইউনিয়নের চৈনপুর গ্রামের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী শাহ জালাল কোম্পানির এজেন্টকে টাকা দেওয়ার জন্য বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে চৈনপুর বাজারে আসেন। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই আরমান ও জুয়েলের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ জালালকে পিটিয়ে জখম করে এবং সঙ্গে থাকা বিকাশ প্রেমেন্টের জন্য আনা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ব্যবসায়ীর স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী টাকা দিতে বাজারে গেছে এমন সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

পঞ্চগড়ে ভোট গণনার সময় কেন্দ্রে হামলা, উপসচিবসহ আহত ৬

টাকা লুটের বিষয়ে অভিযুক্ত আরমান মিয়ার মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। জুয়েলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments