
খন্দকার শহীদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ২য় ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের, নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর সমর্থক আব্দুল হক নামের ব্যবসায়ীকে বাজারে প্রকাশ্যে ধাঁড়ালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে বিজয়ী প্রার্থীর সমর্থকরা। গুরুতর আহত আব্দুল হক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সংসারপাড় গ্রামের আব্দুল বারিকের ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টার দিকে স্থানীয় কলাগাঁও বাজারে এই ঘটনা ঘটে। রাতেই মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আবুল হোসেন খান (কাপ পিরিচ) এর সমর্থক কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী আব্দুল হক কলাগাঁও বাজারে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর আলীর ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। সদ্য বিজয়ী প্রার্থী আফতাব উদ্দিন (আনারস) এর কয়েকজন সমর্থক সংঘবদ্ধ হয়ে হঠাৎ তার উপর অতর্কিত হামলা চালিয়ে দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করে। পরে এলাকাবাসী তাদের কবল থেকে তাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এখানকার চিকিৎসকরা রাতেই তাকে সুনামগঞ্জ সদরে রেফার করেন।
এ ঘটনায় শুক্রবার সকালে আহতর ছোট ভাই আব্দুল খালেক বাদী হয়ে কলাগাঁও গ্রামের মৃত. জয়দর আলীর ছেলে এমরুল (২৯) কে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।