বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবাঘাইছড়ি তে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্ন অঞ্চল প্লাবিত।

বাঘাইছড়ি তে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্ন অঞ্চল প্লাবিত।

বাঘাইছড়ি,রাঙ্গামাটি,সংবাদদাতাঃ

বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় রিমেল প্রভাবে ও পাহাড় থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে প্রায় তিন হাজার পরিবার জনজীবনে নেমে এসেছে অন্ধকার।

বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের পাহাড় ধস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ওইসব এলাকায় নিন্মাঞ্চল গুলোতে প্লাবিত হয়, নেই

বিদুৎ জর্জরিত সমস্যায় স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলায়

উপজেলা সদর, বারবিন্দু ঘাট,মাষ্টার পাড়া, মুসলিম ব্লক, , ল্যাল্লেঘোনা, এফব্লক, রুপকারি ও পুরাতন মারিশ্যা এ-সব নিম্নঞ্চল এলাকায় প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, যে ভাবে পাহাড়ি ঢলের পানি আসতে শুরু করছে তাতে গোটা বাঘাইছড়ি উপজেলা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই মানুষের অশান্তির সীমা নাই। জন দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ। গরু ছাগল হাস মুরগি,বৃদ্ধা ও রোগিদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা।

এই দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments