
ফাহিম হোসেন,নারায়নগঞ্জ সদর(নারায়নগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি।
২৯ মে দিনব্যাপী গান, নৃত্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জাপানের নারুতো সিটির মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চুক্তির প্রথম বর্ষপূতি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজনে জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিওনারি তার স্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি দলসহ উপস্থিত ছিলেন।