বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদু উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন বাবুল দাশ বাবু, রকিব হোসেন ও...

লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন বাবুল দাশ বাবু, রকিব হোসেন ও ফাতেমা জিন্নাহ।

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) নিজস্ব প্রতিনিধি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটির লংগদুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফলে জানা যায়, ১৭ হাজার ১৪৬ ভোট পেয়ে লংগদু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ১২ হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।

এছাড়াও ১ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে দোয়াত কলমের প্রার্থী মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু তৃতীয় এবং ৭৪০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এডভোকেট আবছার উদ্দীন।

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন এবং চশমা প্রতীকের প্রার্থী কল্যাণ প্রিয় চাকমা ৯ হাজার ৭শ ৯০ ভোট পেয়ে দ্বিতীয় ও টিউবওয়েল মার্কার প্রার্থী তোফায়েল আহমেদ বাবুল

৫ হাজার ৫শ ৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৭ হাজার৫২২ ভোটে জয় লাভ করেন ফাতেমা জিন্নাহ এবং তার নিকটতম প্রার্থী ১৩ হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

এবার রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীসহ সর্বমোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহন করেছেন চার জন প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার (ঘোড়া), উপজেলা ভাইস-চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (দোয়াত-কলম), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস) ও এড. আবসার উদ্দীন (মোটর সাইকেল)।

ভাইস-চেয়ারম্যান পদে মোঃ রকিব হোসেন (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যাণ প্রিয় চাকমা (চশমা)। এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)। তন্মধ্যে বাবুল দাশ বাবু চেয়ারম্যান, রকিব হোসেন ভাইস-চেয়ারম্যান ও ফাতেমা জিন্নাহ নির্বাচিত হয়েছেন

লংগদু উপজেলায় মোট ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ভোটার সংখ্যা ছিলো ৬১ হাজার ২৬৩ জন। পুরুষ ভোটার ৩১ হাজার ৮৭৭ জন, মহিলা ভোটার ২৯ হাজার ৩০০ শত ৮৬ জন। যার মধ্যে মোট কাস্ট হয়েছে ৫২ শতাংশ ভোট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments