বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ইজিবাইক চালক।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ইজিবাইক চালক।

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক চালক নিহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩১ মে) রাত সোয়া ৮ টার দিকে।

নিহত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের মোঃ আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)। গতকাল রাত সোয়া ৮ টার দিকে চৌকিরঘাট এলাকায় একটি দ্রুতগতিতে ট্রাক এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয় এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি।

এতে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু মিয়া।পরে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ টি উদ্ধার করে। ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে জায়গা ত্যাগ করে এ ঘটনায় ট্রাক কে আটক করা সম্ভব হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আশিক ইকবাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments