বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মাদকব্যবসায়ীর নিকট চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক।

পাঁচবিবিতে মাদকব্যবসায়ীর নিকট চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক।

দবিরুল ইসলাম,পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসায়ীর নিকট চাঁদাবাজির সময় ভুয়া ২ ডিবি পুলিশকে জনতা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টায় উপজেলার সীমান্তবর্তী কড়িয়া গ্রামে।

আটককৃতরা হলো-পাঁচবিবি উপজেলার কড়িয়া (কদুবাড়ি) গ্রামের মৃত আবুল কালামের পুত্র মাহাবুব আলম ও ধুরইল গ্রামের রুহুল আমিনের পুত্র তাওসিফ হোসেন।

আজ শনিবার দুপুরে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান , আটক হওয়া দুই ব্যক্তি বিভিন্ন এলাকায় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করত। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদাবাজির উদ্দেশ্যে পাঁচবিবির সীমান্তবর্তী কড়িয়া বাজারে অবস্থান করেন তারা। পরে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোস্তাক হোসেনকে ডেকে আনেন মাহাবুব আলম। এরপর মাহাবুবের সঙ্গে থাকা তাওসিফ নিজেকে ডিবি পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে মাদকব্যবসায়ী মোস্তাকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলাসহ মামলার ভয়ভীতি দেখান। এসময় ভয়ে মোস্তাক হোসেন তার কাছে থাকা ৬ হাজার ১শ টাকা তাদের দেন। কিন্তু এতে রাজি না হয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করে। তখন মোস্তাকের চিৎকারে স্থানীয় জনতা এসে তাদের হাতেনাতে আটক করে এবং পরে জানতে পারে তারা ভুয়া ডিবি পুলিশ।

গ্রামবাসীরা জানান, মাহাবুব আলম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তাওসীফকে মাদক ব্যবসায়ীদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments