বাড়িবাংলাদেশেরংপুর বিভাগলালমনিরহাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত।

লালমনিরহাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত।

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি।

লালমনিরহাটে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা নিশ্চিতকরণ প্রসংঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুন) সকাল ১০ টা হতে সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ-১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কে এলাকাবাসীর আয়োজনে এ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল হক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাণিসম্পদ চিকিৎসক মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল হোসেন, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ শুকুর উদ্দিন প্রমুখ। এ মানববন্ধনে যোগ দেন ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ইটাপোতা, কুরুল, কর্ণপুর, বুমকা এলাকার স্থানীয় ১ হাজারের অধিক কৃষক ও পল্লী বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। কিন্তু পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে দিন ও রাতে মিলিয়ে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে। যদি বিদ্যুৎ থাকেও ১ থেকে ২ ঘণ্টা পর লোডশেডিং দেয়া হয়।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ অফিসে এসব অভিযোগ নিয়ে গেলে দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি আগামী ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না করা হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবো।

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, এই মানববন্ধনে অনেক এলাকাবাসী আসছে বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। আমরা পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায় এই এলাকাবাসী।

তিনি আরও বলেন, আমার ইউনিয়ন পরিষদটি পল্লী বিদ্যুৎ এর সংযোগ রয়েছে। কয়েক দিন থেকে বিদ্যুৎ না থাকায় সকল সেবা গ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী ১নং মোগলহাট ইউনিয়নের ৪ টি ওয়ার্ডে গত কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ না থাকাসহ ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত এলাকার জনগণ।

প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না গ্রাহকরা। এবার তারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছেন এলাকার সকল স্থরের মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments