
মোঃ জাহানজেব কুদরতী,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি।
মোংলা বন্দরের ইতিহাসের ৭৩বছরের দীর্ঘ অপেক্ষার পর রেল নেটওয়ার্কে যুক্ত হলো মোংলা বন্দর। শনিবার সকাল ১০টায় ৬০০যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে “বেতনা এক্সপ্রেস” ট্রেনটি মোংলায় এসে পৌঁছায় দুপুর ২টার সময়। আবার বেনাপোলের পথে ছেড়ে যায় দুপুর ২.৩০ মিনিটে। সপ্তাহে মঙ্গলবার বাদে বাকী ০৬ দিন রেল চলবে এই নিয়মে। এই রেলপথ চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরন সহ গতিশীল হবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি।
মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে ২০১৬সালে শুরু হয় খুলনা-মোংলা রেলপথ নির্মাণ। ২০১৯সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ৫দফা সময় বাড়িয়ে নির্মাণ কাজ শেষ হয় ২০২৩সালের অক্টোবরে। খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে রুপসা নদীর ওপর ৫দশমিক ১৩কিলোমিটার একটি রেলসেতু, ১০৭টি ছোট বড় কালভার্ট, ৮টি প্লাটফর্ম ও ৯টি আন্ডারপাস। গত বছরের ১লা নভেম্বর এই রেলপথ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্ধোধন করেন। এর ৭মাস পর খুলনা-মোংলা রেলপথে শনিবার আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়।
মোংলা রেল স্টেশন মাষ্টার এস, এম মনির আহম্মেদ বলেন, এই পথে মঙ্গলবার বন্ধ রেখে সপ্তাহে ৬দিন চলবে মোংলা এক্সপ্রেস নামে একটি কমিউটার ট্রেন। তবে আপাতত এ লাইনে নতুন সময়ের জন্য ট্রেন চালুর পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। আর মোংলা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা এবং মোংলা-খুলনার ফুলতলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা।
খুলনা-মোংলা রেল পথ ঘিরে অর্থনীতিতে খুলছে নতুন সম্ভবনার দুয়ার। ঢাকার সাথে সহজ হবে মোংলা বন্দরের সাথে যোগাযোগ। একই সাথে এই রেলপথ চালু হওয়ায় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তারা বলছেন, কম খরচে সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন। চিকিৎসাসহ ব্যবসা বাণিজ্যের কাজেও ভারতে যেতে এই রুট সহজ হবে তাদের। তবে সরকারি-বেসরকারী চাকুরীজীবিদের দাবী অফিস টাইম অনুযায়ী সকালে একটি ট্রেন চালুরও।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রী সাধারণ বলেন, বহুল কাঙ্খিত এই রেলপথ চালু হওয়ায় মোংলা বন্দরের সাথে ভারত, ভূটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে।
তবে পরিতাপ ও ক্ষোভের বিষয় হলো- এই রেল পথে রামপাল উপজেলায় স্হাপন করা কোন স্টেশনে থামবে না ট্রেন-এতে করে ট্রেনের সুফল বঞ্চিত রামপাল বাসীর জোরালো দাবী রেল কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনায় আনুক।।