বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাতিতাসে ভাটিপাড়ার বিদ্যুৎ সমস্যার সমাধান

তিতাসে ভাটিপাড়ার বিদ্যুৎ সমস্যার সমাধান

তিতাস (কুমিল্লা) নিজস্ব প্রতিনিধি।

তিতাসের জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বিদ্যুৎ নিয়ে ধূম্যজালের অবসান ঘটালেন গ্রামবাসিসহ সাহেব সর্দারগণ।

জানা যায় গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমেল তান্ডবে ভাটিপাড়া এলাকার তাজু মিয়ার বাড়ির পাশে অবস্থিত বিদ্যুৎ এর খুুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তাজু মিয়ার একটি গরু (যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা) মারা যায় এবং কয়েকজন আহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাজু মিয়া বাতাকান্দি বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন এবং লাইন বিচ্ছিন্নের ফলে প্রায় ৬০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ১০ দিন বিদ্যুৎহীন থাকে পরে ভুক্তভোগী পরিবারগুলো বিদ্যুৎ এর জন্য বাতাকান্দি উপ সেন্টারের এজিএম ওসমান ফারুক এর সাথে যোগাযোগ করলে, তিনি তাদেরকে তাজু মিয়ার সাথে সমঝোতা করে আসতে বলেন।

তাজু মিয়া গ্রামবাসিকে বিদ্যুতের খুঁটি তার বসত বাড়ির উত্তর দেকে সরিয়ে নেবার শর্তে লাইন দিতে রাজি হয়। গ্রামবাসী সকলে মিলে সিদ্ধান্ত নেন গ্রামবাসি ৪০ হাজার টাকা দিবেন বাকি খরচ বহন করবে তাজু মিয়া। টাকা তাজু মিয়ার হাতে দেওয়া হবে না। টাকা থাকবে সাহেব সর্দারদের হাতে।

এ বিষয়ে তাজু মিয়া বলেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আমি নাকি টাকার বিনিময়ে লাইন দিয়েছি। আসলে সব মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন গ্রামবাসীকে প্রশ্ন করুন জানতে পারবেন। অহেতুক মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানাই।

এ বিষয়ে ভাটিপাড়া গ্রামের আঃ রারেক, শাহজালাল মেম্বার ও রফিক উদ্দিন বলেন, গ্রামবাসীর স্বার্থে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছি। এতে অপপ্রচারের কোন সুযোগ নেই। খুঁটি সরিয়ে নিতে যাদের যাদের লাইন আছে তারা সকলে মিলে দিবে এবং তাতে তাজুও কন্ট্রিবিউশান করবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments