বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় গ্রাহকের টাকা আত্মসাৎ, এনজিও পরিচালকসহ গ্রেপ্তার ৪

বগুড়ায় গ্রাহকের টাকা আত্মসাৎ, এনজিও পরিচালকসহ গ্রেপ্তার ৪

মো:ওসমান গনি; শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিওর পরিচালকসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলার স্থানীয় এনজিও সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এর পরিচালক আশরাফুল ইসলাম, উপপরিচালক ছামছুল আলম, ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন এবং হিসাব রক্ষক রাসেল মিয়া।

ওসি জানান, সমাজ উন্নয়ন কর্ম নামের এনজিওটির পরিচালকসহ অন্য কর্মকর্তারা সদস্য সংগ্রহ করে তাঁদেরকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দিয়ে তাঁদের টাকা এনজিওতে জমা করতে থাকেন। এভাবে তাঁরা শতাধিক গ্রাহকের কাছ থেকে দুই কোটির বেশি টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়। গ্রাহকেরা তাঁদের মূলধনের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা এনজিওর অফিসে তালা দিয়ে আত্মগোপন করেন।

প্রতারিত গ্রাহকদের মধ্যে সোলার তাইর গ্রামের আসাদুল ইসলাম গতকাল সোমবার গাবতলী থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, তিনি তাঁর মামা আনোয়ার হোসেন, মা আছিয়া বেগম এনজিও কর্মকর্তাদের প্রলোভনে পড়ে ১৪ লাখ টাকা জমা করেন। কিন্তু দীর্ঘদিনেও লভ্যাংশ দেন না, এমনকি জমাকৃত মূল টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে। এ কারণে ওই এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হলে গতকাল সোমবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments